১৯৪৩ সালে বাংলার দূর্ভিক্ষ : অস্তিত্বের স্বার্থে যা জানা দরকার।
হে বঙ্গ সন্তান, ইহা ইথিওপিয়ার চিত্র নহে, ইহা হিরোশিমার ছবি নহে।ইহা আমাদের মাতৃভূমি বঙ্গের ছবি, আর হতভাগ্যরা আমাদের পূর্বপুরুষ বাঙালি। ইহা ১৯৪৩ সালে হওয়া “পঞ্চাশের মন্বন্তর”।বাঙালি জাতির উপরে ব্রিটিশদের চালানো দ্বিতীয় গণহত্যা। চার্চিল এই দুর্ভিক্ষ সম্পর্কে বলিয়েছিলেন “The famine was their own fault for breeding like rabbits.”
১১৭৬বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) সালে একবার গণহত্যা হ্হইয়াছিল যাহা ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত, ইহা ছিল ইতিহাসের বর্বরতম গণহত্যা।মনুষ্য সৃষ্টদুর্ভিক্ষে বাংলার তিনকোটি বাঙালির মধ্যে এক কোটি বাঙ্গালী কে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়।
পৃথিবীতে কোন জনগোষ্ঠীকে এই নির্মম অত্যাচার সহিতে হয় নাই। কিন্তু আমরা এই গণহত্যার ইতিহাস ভুলিয়াছি।পৃথিবীকে এই গণহত্যার ইতিহাস ভুলিতে দেয়া যায়না । আমরা ইহাকে ভুলিতে দিবোনা। ইহা আমাদের রক্তের ঋণ।ইহা পূর্বপুরুষের নিকট আজিকার বাঙালি জাতির ঋণ। এই ঋণ কি আমাদের প্রজন্ম শুধিয়ামুক্ত হইতে চায়না?
No comments:
Post a Comment